বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভিকারুননিসার শিক্ষার্থীর আত্মহত্যা: মামলার রায় পেছাল 

নিজস্ব প্রতিবেদক

ভিকারুননিসার শিক্ষার্থীর আত্মহত্যা: মামলার রায় পেছাল 

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার প্ররোচনার মামলার রায় আবারও পেছানো হয়েছে।

সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় এ রায় পেছানো হয়।

রায় পেছানোর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. হিমেল।

তিনি বলেন, স্যার (বিচারক) ছুটিতে থাকায় আজ রায় হচ্ছে না। তবে ভারপ্রাপ্ত বিচারক রায়ের নতুন তারিখ নির্ধারণ করবেন।

মামলার দুই আসামি হলেন- নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তার। তারা জামিনে আছেন।

টিএইচ